এ আমার গোপন ব্যাথা
জমেছিল গোপণে
শ্রাবণে
শীতের প্রহরে চুপ থাকা
কুয়াশার আবরণে
শুষ্ক মনে
এলে মাঘের ও বেলা
মনের লুকোচুরি খেলা
পলাশ কুড়ি ফোঁটা
হলুদ বনে
কোকিল ডাকা ভোরে বসন্ত
দোলা, সেই গোপন ব্যাথা
এল কি ফিরে এ
ফাগুনে