ফেব্রুয়ারী, ফেব্রুয়ারীর
রক্তে ভেজা দিনটি
এই দিনটি এলে ফিরে
অশ্রু ভেজায় মনটি
এমন দিনের সাধ সাধনা
ছিলে সালাম, বরকত
রাষ্ট্রভাষা বাংলা হবে
তোমরা নিলে শপথ
আগুন জ্বালো আগুন জ্বালো
উঠল মেতে সোরগোল
রাষ্ট্রভাষা বাংলা নয়
উর্দু হোক মোদের বোল।
এমন কথা তোমরা আদৌ
চাওনি কভু শুনতে
চাওনি কভু উর্দু হবে মাতৃভাষা
এই কথাটি মানতে।
আমার মায়ের মুখের ভাষা
মধুর বাংলাভাষা
এই ভাষাতেই ভাটিয়ালী গায়,
ভাওয়াইয় গায় চাষা
এমন সাধের ভাষার বুকে
মারবি তোরা লাথি
রাষ্ট্র ভাষা বাংলাই হবে
দিলাম রে বুক পাতি।
চতুর্দিকে গোলাগুলি
মেশিনগানের সুর
মা-আঁচল পেতে ডাকে
খোকা-কত দূর..
একটি ছেলে গেলে মাগো
পাবে হাজার ছেলে
তোমার ছেলে খেলছে খেলা
আসবে না তা ফেলে।
এমনি করে রফিক গেল,
শফিক গেল, গেল সালাম,বরকত
জব্বার গেল,
গেল কত শত লোক।
মায়ের আঁচল পূর্ণ হল
রক্ত রঙে ভিজে
খোকা মায়ের এল ফিরে
বাংলা ভাষা সেজে
ফেব্রুয়ারী, ফেব্রুয়ারীর
রক্তে ভেজা দিনটি
এই দিনটি এলে ফিরে
অশ্রু ভেজায় মনটি
থলো থলো কৃষ্ণচুড়া
রক্তমাখা শহীদের
স্মৃতির মিনার গড়েছি আজ
ভুলবনা তোমাদের।