আপনার সুখ খুঁজে চলেছ
আপনার দুঃখ ভুলিবারে
আপনার সুখের পাকেতে পড়ে
কারো জীবন যায় একেবারে।
কতটুকু আর ভাবলে সেথায়
অপরের দুঃখ ঘুচিবারে
কতটুকু আপন করে নিলে
কতটুকু ভাল বাসলে তারে।
সারাটা জীবন আপন সুখেতে
গ্রন্থ রচিলে আপনার বলে
সমস্ত সুখ নিলে কেড়ে তুমি
নিজের দুঃখ ঘুচাবে বলে।
যে তোমারে দিল শত সুখ
তারে কতটুকু সুখ দিলে
পরকে সস্তি দিলে পরে সুখ
আপনা আপনি সহজে মেলে।