এক না পাওয়ার পাওয়াকে আপন করে নিয়েছি বড়,
কতবার খুলি আর বন্ধ করি কাব্যের কভারটি-
কে আর জানবে ? শুধু একটি নাম দেখি বার বার,
শত কবিতার মাঝে একটিই কবিতা পড়ি বারংবার
হাতে নাড়াচাড়া করি কাব্যের সে গ্রন্থখানি।
মনে হয় কি যেন পেলাম অন্তর জুড়ে........।
সে পাওয়ার মাঝে সোনালী  সকাল আসে,
আসে রাতের চাঁদ, তারারা ঝিলমিল করে নদীর জলে,
নারিকেল পাতার মত ঝির ঝির করে গায়ে মাখি-
শিরশিরে বাতাস, ছুঁই সে সব অনুভবে, পাইনা কেবল
স্ব-ভবে।এটাই হয়ত না পাওয়ার পাওয়া,
তাকেই আপন করে নিয়েছি বড় বেশি ভালবেসে।
ইং-০৭/০২/২০১৫
২১শে-বইমেলা/ঢাকা বিশ্ববিদ্যালয়