ধর্মাধর্ম-৫৩
চিন্তা যদি আসে মনে
চিন্তা করেই চল
দুশ্চিন্তার ভয়ে কেন
মনটা কর কালো
চিন্তার এই সুফল তোমায় দেবে অনেক সুখ
চিন্তাভাবনায় কাজ করলে দূর হয়ে যায় দুখ।
ধর্মাধর্ম-৫৪
স্থিরতাই দিতে পারে
সঠিক পথে দিশা
উদ্দীগ্ন হয়ে কেন
ভাঙ মনের আশা
বিপদ এলে সবার প্রথম স্থিরতা চাই
চিন্তাভাবনায় শান্ত মনে সামনে পা বাড়াই।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)