ধর্মাধর্ম-৪৯
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব-
বলত হতে পারে কত?
জানি সকলে পৃথিবীতে
আমরা মানুষ আছি যত।
কিন্তু জানকি? সম্মুখে বসে থাকা তোমার
পিতা হতে তোমার দূরত্ব হবে কত?

ধর্মাধর্ম-৫০
কেন বিষণ্ণতার জালে
থাক সদা জড়িয়ে?
অদূরে থেকে ও কেন
রয়েছ দূরে দাঁড়িয়ে?
ভেঙে ফেল সব ক্লিষ্ট ভাবনার জাল, কাছে এস,
দেখ পিতার হৃদয়ে উড়ছে ভালবাসার পাল।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)