ধর্মাধর্ম-৪৭
দেহ কি ?
দেহ তো নশ্বর
শুদ্ধ অশুদ্ধতার দ্বারা
ব্যপ্ত এ দেহ ঘর
হে মানব দেহ থেকে বের হয়ে আত্মায় লীন হও
দেখ আত্মার মাঝে সুখ, আত্মাই পরমেশ্বর।
ধর্মাধর্ম-৪৮
মৃত্তিকার নশ্বর এ দেহেতে
আত্মার বসবাস
অবিনাসি আত্মার হয়না
কখনো বিনাস
তবু এ মানবেরা বোঝে না দেহকে ভোলে না
অনুভব করে না আত্মারই মাঝে স্রষ্টার বসবাস।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)