ধর্মাধর্ম-৪৫
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা
ছিলেন নিত্যানন্দ
জগাই মাধাই ক্ষিপ্ত ছিলেন
তাইতে প্রচন্ড
উগ্রভাবে তাইতো তাঁরা মারেন কলসির কানা
জগাই মাধাই পেয়েছিলেন মনে প্রেমের দন্ড।
ধর্মাধর্ম-৪৬
জ্বলছে প্রেমের বাতি
মনের ভিতর
ধর্মের প্রদীপ ও জ্বলছে
হৃদয় মাঝার
প্রেম বিনা ধর্ম, ধর্ম বিনা প্রেম
নিরর্থক ডুবে থাকা জীবন অন্ধকার।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)