ধর্মাধর্ম-৪৩
কর্ম যখন করিস তুই
তোর মনিবের
শ্রদ্ধা রাখিস মনিবরে তুই
মান ও রাখিস নিজের
এমন কর্ম করিস নারে সব হারাতে হয়
শ্রদ্ধা ভক্তি মাঝে মাঝে নিজেকেও কাঁদায়
ধর্মাধর্ম-৪৪
নিঃস্ব হওয়া ছিল কিরে
তোর জীবনের ধর্ম?
দেখলি কিরে পিছু ফিরে
ভুল ছিল ঐ কর্ম,
যা হওয়ার তা হল তো এবার-
কিভাবে তুই বাঁচবি এখন, উপায় খোঁজ তার।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)