কত এ পথ চেয়ে, রব বসে অন্তরা
চলতে চলতে পথ, পথ শেষ হয়,
বলতে বলতে কথা, কথা শেষ হয়
তবু তুমি রইলে দূরে, দিলেনা ধরা।
চেয়ে চেয়ে পথ, আঁখি মোর দিশেহারা
এ পথে যে যায় তাকে বলি কাছে আয়,
কোথা আছে প্রাণ মোর, বল না আমায়,
তার লাগি আমি আজ এই পথ ধরা।
কি আশা ছলে, জীবনটা ভরিয়ে গেলে
সুখে বাঁধি বাসর ঘর মনের ঘরে
সে ঘর আশার অলোয় সুখেতে কাটে
মনে হয় সকলি সুখ আমাকে দিলে
কত সুর বাজে কানে, বাজেরে অন্তরে-
আজো রূপ আঁকে মন, হৃদয়ের পটে।
তারিখ: ১২/০১/২০১৫
সকাল: ৬:৩০মি, ঢাকা