ধর্মাধর্ম-৪১
আপন ছেড়ে পরকে তুই
করলি প্রিয়জন
পর ও তোকে ছাড়ল বিভুই
বল করবি কি এখন?
শুনেছি, আপন ভাল পাগলেও বোঝে,
বুঝলিনারে তুই,আপন খুঁজলি পরের মাঝে।

ধর্মাধর্ম-৪২
যে তোরে আশা দিল
দিল ভালবাসা,
সে তোরে ছেড়ে গেল
খেলল কিরে পাশা?
এমন আশায় ভুলিস তোরা ভিত্তি পাস না,
পাশার ছলে জীবনটাকে বিনাশ করিস না।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)