ধর্মাধর্ম-৩৯
কি করে এসেছ সারা জীবন যে,
এখন দাঁড়াবার খুঁটি পাও না
কত পূর্ণ করেছ অর্জন
কেন শুধরাতে পারনা পাওনা
বুঝে নাও সকলে, কলি যুগের কর্ম খেলা ঘরে
সাজানো জীবন শুধু অভিসারে পুড়ে মরে।

ধর্মাধর্ম-৪০
পরিশ্রমে গড়া তোমার সংসার
নিশ্চই ভেঙে ফেলবার জন্য নয়
তবু  তো বন্ধ করে দিলে দার
পরাজিত হলে ভাঙাগড়ার খেলায়
তোমরা কি বল, সত্যাশ্রয়ে কি গড়েছিলে সংসার
এত কঠিন পরিশ্রম, কি মূল্য দিলে তার ?




(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)