ধর্মাধর্ম-৩৭
মুখে তোমার প্রজেক্ট বড়
গড়বে বিশাল খামার
দুখির চোখে সুখ আসবে
সেই ইচ্ছাটাই তোমার
বুঝলে মানব সমাজ, কথায় কথায় দিন ফুরালো প্রজেক্ট গেল ভেঙে
দুখির চোখে দুঃখই ভাসে, মুখে শুধু ছলচাতুরির কথা হাসে আবার।
ধর্মাধর্ম-৩৮
নিজে নিজেই ঢাক বাজাও
নিজ গুনের তুমি
তোমার পায়ের চলার শব্দে
কাপে জগৎ ভূমি
বুঝলে মানব সমাজ, এমন ও লোক আজো আছে
সমাজ মাঝে, ঢাক বাজিয়ে আজো চলে দিবাযামী
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)