আমায় ভাল বাসতে চেয়ো না

কেন?

আমি তো শীতের মত
আমাকেই ভয় যত
আমি তো হব তোমার অপ্রিয়!

তোমাকে প্রিয় করে নিব গরম কাঁথা করে
তবু আমাকে তুমি দেবে ঠেলে দূরে?

জানি কেউই আমাকে ভাল বাসতে আসে না
কাছে ডাকে তবু ভালবাসে না
বাহারি রঙে শীতের পোষাকে নিজেকে সাজাবে বলে
ভালবাসি এ কথারই বাহানা করে সকলে
আসলে আমাকে তো নয়, তুমিও ভালবাসবে পোষাককে।

তুমি নিজেকে এত অসহায় করে তোল কেন?
তোমাকে আমি ভালবাসি এ কথা তো জানো

জানি তবু সংশয়
মনে হয় সব ভালবাসা ঐ সোয়েটারেই জড়ায়।

তুমি কি চাওনা তোমার ভালবাসা বেঁচে থাকুক
তোমাকে সারাটি জীবন ধরে ভালবাসুক?

চাইবো না কেন?
সকলেই তো চায়
জীবন-মরণ সবই তো ভালবাসায়।

তবে কেন সংশয়?

আদরে আদরে যেমন চাদরকে জড়াও
কেন তুমি আমা হতে সে রূপ দূরে সরে দাঁড়াও?
কেন তুমি হাত মোজা পরে হাতে হাত রাখ
কেন মাফলারে তোমার গলাটা পেচিয়ে ঢাক?
তুমি কি পার না আমায় ভাল বাসতে
যে রূপ তুমি লিপজেল মাখ তোমার ও নরম ঠোঁটেতে?

এই বুঝি তোমার সংশয়,
এই বুঝি তোমার ভয়?
এতটুকুতেই তোমার সমস্ত ভালবাসার ক্ষয়?
না, তা আমি হতে দিতে পারি না
আমি করব তোমার ভালবাসার জয়।