আচ্ছা, তুমি কি আমায় বুঝতে পার?
বুঝব না কেন?
না, মানে, তোমার ঠোঁট বলে এক কথা,
চোখ বলে অন্যটা,
আসলে তুমি কোনটা?
আমি, ঠোঁট আর চোখের মাঝের টা, শ্বাস প্রশ্বাস
সে টা তুমি না, আমি, শুধু তোমার দীর্ঘশ্বাস
এতটা অবিশ্বাস !
না, একটুও না, শুধু ভালবাসা
নিরাশা
আশা তো দেখিয়েছিলে ভালবাসার তুলো মেঘে চড়ে
প্রজাপতির নীল ডানা জুড়ে
ভুলে গেলে কি করে?
আমি আশা দিয়েছি, তুমি ভালবাসা দাও নি?
তবে একপেশে কেন দোষ--
দোষ......!
হ্যা, দোষই তো, আমি তোমায় আশার তরীতে
ভাসিয়েছি সেটাইতো তো দোষ,
না, সেটা দোষ নয়
আমি পৌছাতে পারিনি আশার সীমানায়
দোষ তো সেটাই, অক্ষমতা---
এ অক্ষমতার মাঝে কি একটুও ভালবাসা ছিলনা?
বল, ভালবাসি ভালবাসি বলে তোমার হৃদয়
একবার ও কি চিৎকার করল না?
করেছিল, তুমি বুঝতে দাও নি।
আমি---
তুমিই আমাকে ভাল বাসতে দাওনি
আমার পাওনাটুকু পেতে দাওনি তুমি।
তুমি ভীষণ নিষ্ঠুর, পাষন্ড এক---
জানি আমি, হৃদয়হীন আমি এক-অর্জুন
যে পাঞ্চালীর হৃদয় হরণ করেও ফিরিয়ে দেয়।
নির্দয়
হ্যা, তুমি পাষন্ড, ভীষণ খারাপ তুমি
ভালবেসে একটু বুকে জড়ালে
কি এমন দোষ হত, বল?