“দেহ আমার জীবন তরী
কোন ঘাটে গিয়ে আমি ভিড়ি”

কি বুঝলে? কিছু কি বুঝ?
বুঝ না তাই না?
এত সহজ সরল বাংলা ভাষা
এটা বুঝ না?
কবিতা বুঝনা তোমরা?
কি বুঝ তোমরা?
রাজনীতির কড়া চাল?
বিজ্ঞানের কলাকৌশল?
ধর্মের কুসংস্কার?
অদ্ভুত তোমরা! এত জটিল
বিষয় আমার মাথায় আসে না
আমি বুঝি না ও সব।
কিন্তু তোমরা বুঝ, দারুন মেধা তোমাদের
কিন্তু এই সহজ সরল বাংলা ভাষা,
তোমাদের বলা কথা, তোমরা বুঝনা।
বুঝনা কৃষ্ণ একজনের নাম, দত্ত পদবী,
জীবন- এগুলো তোমরা বুঝনা।
আজব।
আকাশে কি ঘটছে তার খবর জান,
পানির নিচে কি আছে তাও জান
নাড়ি কেটে জোড়া দাও, হৃৎপিন্ডের স্থলে
হৃৎপিন্ড বসাও-

কাল কি হবে তাও জান অথচ-
“দেহ আমার জীবন তরী” এটা বুঝনা।
কবিতা বুঝনা তোমরা
অদ্ভুত!!
নাকি বুঝতে চাও না?