খ)
এল আমার পরীক্ষার পালা, আমার স্বাতন্ত্র্যতা প্রতিষ্ঠার পালা- এল
ভয়াল এক কালোরাত।২৫মার্চ। যখন আমি সুক্ষ্ম
স্বাধীন রাষ্ট্রনিয়ে চমৎকার
ঘুমে নিমগ্ন ঠিক তখন নিরস্ত্র ঘুমন্ত নিরীহ মানুষের
উপর শুরু হল
পৈশাচিক তান্ডব লীলা।ঘর বাড়ী জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দিতে থাকল
নরপিশাচের দল।চতুর্দিকে জ্বালাও পোড়াও, বিদগ্ধ
যন্ত্রণার আর্তনাদ। খুন হত্যা,
লুন্ঠন আর ধর্ষণের ভয়াল দৃশ্যে কেপে কেপে উঠল
সমগ্র বাংলার আকাশ
বাতাস।রাতের অন্ধকারে নির্বিচারে পশুর মত  হত্যা
করতে লাগল মানুষ।
নিমিষেই রক্তাক্ত বাংলায় পরিনত হল সোনার বাংলা।
ভোরের দিকেই শুনতে
পেলাম বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁকে বন্দী
করা হয়েছে পাকিস্তানের কারাগারে।
নিমিষেই মনে হল আমার সাতন্ত্র্যতা ধুলিষ্যাত হয়ে
গেল বুঝি। ভেঙ্গে গেল
ডিসটিংগুস।সমস্ত আশা আকাঙ্খাকা।যেন আমি মুসড়ে
পড়লাম দিশে হারা হযে।
আমার হাতের অস্ত্রটার চেয়ে বেশি ভেঙে পড়ল অমার
মনের ভেতরটা
যেন বালু রাশির মত ঝরে পড়তে চাইছে আমার
স্বাতন্ত্র্যতা্, কেমন যেন
দাত খিচিয়ে উঠল আমার ডিসটিংগুইস।কান্নাজলে
একাকার হয়ে গেল আমার
দুটি চোখ। সে রাতেই ধর্ষিতা হল আমার বোন, প্রাণ
ত্যাগ করলেন
পরম স্নেহময় আমার পিতা, কাঁদতে কাঁদতে মিয়িয়ে
পড়লেন আমার মা।
হারিয়ে গেল ভালবাসার ভাই।বুটের আঘাতে ছিন্ন হল
কাকার দেহ্।ছোট্ট সে
প্রিয় শিশুটিকে আছড়ে মেরে ফেল্ল জানোয়ারের
দল।কেড়ে নিল নব বধুর
নব ঘুম। বিধবা হল চেনা জানা নারী।আমার স্ত্রীকে
উলঙ্গ হয়ে পড়ে
থাকতে দেখলাম ঘরের কোণে।এত কিছুর পরও কি
করে
আমি আর ডিসটিংগুইস হতে পারি। মনে হল আমি ও
রক্ত নদীর স্রোতে মিশে যাই।

--------চলমান