ক)
৭ই মার্চ বঙ্গবন্ধুর মুক্তির ডাকের পর আমিই যেন
পৃথক হয়েগেলাম
আমি যেন এক নতুন রাষ্ট্র হয়ে গেলাম। পুরোপুরি
স্বাতন্ত্র্য একটি
স্বাধীন রাষ্ট্র। কানের ভেতর যেন বাজে সেই উদ্ধাত
সুর, ঘরে ঘরে
দূর্গ গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে
শত্রুর
মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিযেছি, রক্ত
আরো দেবো
তবুও বাংলা দেশকে মুক্ত করে ছাড়ব ইনসাল্লাহ্
মনে হল আমি যেন রাষ্ট্র হয়ে গেছি, আমি যেন স্বাধীন
হয়েগেছি।
আমাকে আর কেউ বন্দী করতে পারবে না। আমি যেন
মুক্তবাতাসে
প্রাণ খুলে গান গাইছি।আমার সোনার বাংলা আমি
তোমায় ভালবাসি।
ডিসটিংগুইস, ডিসটিংগুইস আমি ডিসটিংগুইস।না
কোন পাক হানাদার
আমাকে কিছু করতে পারবে, না কোন রাজাকার। আজ
আমি কাউকে
পরোয়া করি না।আমি মরতে শিখেছি, রক্ত ঝরাতে
শিখেছি। আরো
রক্ত ঝরাবো আমি।
-----চলমান