তোমার হৃদয়ে আঁকা
তারা ঢাকা, জোৎস্না মাখা
পান সুপারির দেশে
শীতের শেষে অথবা শীতে
না হয় কোন এক বসন্তে
কালো কোকিল বেশে
অথবা নদী হয়ে
ভিজিয়ে যাব চুয়ে চুয়ে
নিরবে কখনো এসে
তোমার হৃদয়ে আঁকা
সারা গায়ে ধুলি মাখা
কোন এক কিশোরী এসে
গেয়ে যাবে গান
মাতিয়ে তোমার প্রাণ
বুঝে নিও এসেছিলাম ভালবেসে
ধরে নিও তুমি
তোমার স্বপ্ন হয়ে আমি
রব পাশে পাশে।
তোমার হৃদয়ে আঁকা
কত মায়া মমতা মাখা
সোনালী ধানের শীষে
শির শিরে বায়ে
গানের সুর হয়ে
মিশে রব বাতাসে বাতাসে
অথবা বটের ছায়ায়
অচেনা পাখিদের মেলায়
রব আমি মিশে
বল চিনে তো নেবে
ঠিক ঠিক আমায় ?
যদি ফিরে আসি এই বাংলায়.....