আমি তোর মাগো খোকা ধরণী তলে
কে তোরে নেবে বল ছলে বলে-
তু্ই মোর প্রাণের মানিক, ধন, রতন;
তোর তরে আছে পাতা আমার বসন।
তোর তরে রেখেছিরে চিড়ে কুটে,
উড়কি ধানের মুড়কি ভেজে,
আয় খোকা ফিরে আয় মায়ের কোলে।
রসের পিঠা, পুলি , কলমি ঝোলে
মাছের মুড়ো ও রেখেছি তুলে।
আসবিরে তুই খোকা খেলা ফেলে,
তোর চোখে, চোখে মোর স্বপ্ন খেলে।
বল তো খোকা তোর ছুটি কবে?
আর কতকাল এ বুক শুন্য রবে।
বুঝিস না কি রে তুই মায়ের ভাষা,
তুই সুখ তুই মোর সকল আশা-
জানি তোর যুদ্ধ সে তো আমার তরে,
শোনরে খোকা মায়ের অশ্রু ঝরে।
আয়রে খোকা তুই আয়রে ফিরে।
মায়ের অশ্রু জল দে মুছিয়ে,
বুকের মানিক ওরে আয়রে ফিরে,
আয় তুই আয় মায়ের স্বপ্ন হয়ে।
(কলমি লতা-১,২,৩ যুদ্ধচেতনায় লেখা কবিতা। মূলত আমার একটি শহীদমিনার কবিতাকে ভেঙ্গেলেখার কারণে ১,২,৩ হয়েছে। এখানে মা দেশমাতা আর খোকা যুদ্ধ রত সমগ্র বাংলার দামাল ছেলেরা।)