যুদ্ধ তো করি মাগো তোর  কারণে,
মা বলে না ডাকলে মরি যে প্রাণে।
তুই যে আমার বাংলা মা’-মাগো
তোরে ছাড়া যে বাঁচিনা,
তবু কেন এ বঙ্গ ভূমে,
বল মা’ কথা  কব বাংলা  বিনে?
বাংলাতে ডাকি তোরে মা.., মা… বলে,
কত স্নেহে নিস  তুই মাগো কোলে তুলে।
তোর তরে মাগো কান্না জলে,
মিলেমিশে একাকার যাই সবই ভুলে।
মা তোর আঁচল তলে মোর শান্তির ভূ-তল,
বহে মমতার সুরা মা তোর আদরের ছায়া তল।
মা তোর বদন খানি মোর স্মরণে এলে,
মন চায় ছুটে চলি তোর কাছে
সব কিছু ফেলে।


(কলমি লতা-১,২,৩ যুদ্ধ চেতনায় লেখা কবিতা। মূলত আমার একটি শহীদমিনার কবিতাকে ভেঙ্গে লেখার কারণে ১,২,৩ হয়েছে। এখানে মা দেশমাতা আর খোকা যুদ্ধ রত সমগ্র বাংলার দামাল ছেলেরা।)