আত্মা
***********************
-কে তুমি?
-তোমার আত্মা
-আমি জীবিত না মৃত?
-মৃত
-তুমি কোথায়?
-দেহাভ্যন্তরে
-তাহলে আমি মৃত কেন?
-তোমার দেহ থেকে আত্মা লীন হবে তাই
-আত্মা বিলীন হওয়ার আগেও আমি মৃত
-না, তোমাকে জানিয়ে গেলাম
-তার মানে, আমাকে তুমি ত্যাগ করবে?
-হ্যা, দেহ তো পুরোনো পোশাকের মত,
পোশাক যেমন বদলাতে হয় তেমন আত্মাও
দেহ কে বদলে যায়।
-তবে আমার পরিবার পরিজন?
-ওরা অবুঝ, কাঁদবে,চোখের জলে বুক ভাসাবে
আমি সইব কেমন করে?
-তোমার পূনঃজনমে ওরা হাসবে।
কবি দেবাশিস সেন চলেগেলেন আমাদের মাঝ থেকে তবু তাঁর বিচরণ রয়েছে আমাদের মাঝে, তাঁর লেখার মাঝে। তিনি জীবিত থাকবেন কবিদের মাঝে, আপন জনেদের মাঝে আত্মার অস্তিত্বে। ।