শোন শিমুল-
যুদ্ধে আমরা যাইনি কিন্তু
দেখেছি দুচোখে
কতবার যে ছুটেছি ভয়ে
দাঁড়ায়েছি ও রুখে
ঘর বাড়ী সব জ্বালিয়েছে
ওরা দেখেছি নিরবে
কত লোককে দিয়েছি আশ্রয়
হিন্দু মুসলিম সবে।
আলুতলার গাঙে এসে
বেঁধেছিল বাসা
হায়নারা সব ছুড়ত গুলি
মনে হত বর্ষা
স্কুল মাঠে জমত লোক
কে আর কোথা যাবে
সেই স্কুলেতে ও জুটল এসে
পাকবাহিনী সবে।
খাবার খেতে বসে আবার
উঠেছি খাবার ফেলে
কান্নাকাটি করেছি শুধু
আমরা সবাই মিলে।
তোমার মামা ছোট্ট তখন
দাদুর কোলে বসা
বোকচা বিড়ে কান্ধে নিয়ে
ভারতের দিকে আসা।
হঠাৎ করে হায়নারা সব
ছুড়ল আবার গুলি
মাথার উপর দিয়ে যায় উড়ে
ছিটকে পড়ে অগ্নি ফুলগুলি
কতক ফুলকি ছিটকে এসে
লাগল মামার গায়ে
আমরা সকল লুকিয়ে গেলাম
খালের ভিতর নুয়ে।
অফুরন্ত এমন কথা হয়না তো
একদিনে শেষ
তোমাদের কাছে গল্প মনে হয়
শুনতেও লাগে বেশ।
আমাদের তখন যায় যায় জীবন
এই বাঁচি এই মরি
চারিদিকে জ্বালাও পোড়াও,খুনোখুনি
এখানে সেখানে মরা মড়ি।
আমরা সবাই ভিড়ে গেলাম
শরনার্থী শিবিরে
মুক্তি হলে দেশ আবার
এলাম দেশে ফিরে।
তোমরা ওখানে থেকে গেলে পারতে-
দেশের মাটি দেশের মায়া
ত্যাগ করে
কি করে আমরা থাকি বল
সেখানেতে পড়ে।
এখানে বাপের ভিটেমাটি
এখানেই আমাদের জন্ম
ত্যাগ করে কি থাকা যায়
এখানেই থাকব আজন্ম।