মানুষ ও মৃত্যু
**************
মানুষ ও মৃত্যু চিরাচরিত
যা আছে চিরন্তন
একের পর এক জন্ম মানুষের
মৃত্যু ও তার সাথী বন্ধন
কেউ মরে মরে বেঁচে উঠে
কেউ বেঁচে থেকে মরে
কারো বা মৃত্যু হয়না কোনদিন
অথবা জন্ম
তাই মানুষ ও মৃত্যু চিরন্তন
কেউ মৃত্যুর মাঝে জীবন খোঁজে
কেউ জীবনের মাঝে মৃত্যু খোঁজে
আবার জীবনের মাঝে জীবন
মৃত্যু ও জীবন, জীবন ও মৃত্যু তাই
চিরন্তন
জন্মিলে মরতে হয়, মরলে হয় জন্ম
এযে লীলা বড় বোঝা নয় মানুষের কর্ম
মৃত্যু নিশ্চির্ণ করে মানুষকে
মানুষ জয় করে মৃত্যুকে
মৃত্যুর কাছে মানুষ
মানুষের কাছে মৃত্যু হার মানে
তবুও মানুষ অসহিষ্ণু মৃত্যু চায়
অথবা স্বপ্নের মত জীবন
সব শেষে সকল যাতনা চুকিয়ে
এক হয়ে যায় মানুষ ও মৃত্যু।
(সম্মানিত কবি দেবাশিস সেনের মৃত্যুতে গভীর শোকাহত হৃদয়। তাঁর আত্মার সৎগতি কামনা করি।)