১. চেতনা
সেদিন হারায়নি বাঙালী চেতনা
ছিনে নিতে দেয়নি স্বাধীনতা
আজো বাঙালী জাগ্রত
উজ্জল রাখবে দিন সেদিনের মত
শহীদ হয়েছে কত বীর সেনা
তবু হারায়নি বাঙালী চেতনা
সয়েছে বাঙালী শত ব্যথা
তবু বলেছে একটি কথা, স্বাধীনতা
২. মা, মাটি
এদেশ আমার মায়ের মত
মাকে ভালবাসি
মরণ পরেও মাগো যেন
তোমার কাছে আসি
তোমার বুকের মাটির ছেলের
শক্ত দুটি হাত
শত্রু সেনার পাজর ভেঙে
করল সেদিন কাত
ছিনিয়ে আনল সেদিন মাগো
জাগ্রত জনতা
তোমার মুখের বুলি মাগো
তোমার স্বাধীনতা।
তারিখঃ ২৩/০৮/২০০২