কে তুমি বাঙ্গালী গেয়ে ছিলে গান,
বঙ্গের ভূমি চুমে দিয়ে ছিলে প্রাণ?
আউল, বাউল গীত করে গেলে দান
কে তুমি ফকির, গন্ড মুর্খ লালন?
কে তুমি বাঙ্গালী শের হয়ে কৃষাণ,
রক্তের নোনা সারে ফলালে ধান?
কে তুমি ভাঙলে কপাট, শৃঙ্খল বন্ধন,
লিখে গেলে কাগজে বিদ্রোহী ভাষণ?
বলবে কি শিমুল, পলাশ তোমরা কারা?
ভেঙেছিলে ভাষার ছল ১৪৪ ধারা
কে তুমি মুয়াজ্জিন সকল বাঁধন হারা,
দিয়েছিলে মুক্তির ডাক রক্ত ঝরা?
কে তুমি বাঙালী পত্র পাঠক তারা,
ধান শিষ দোলে বায় সে তোমার ইশারা?
কে তুমি মাতা মমতার ধারা জাহানারা
তোমার পায়ের তলে স্বর্গ অমার,
                            আমি সর্বহারা


তারিখ : ০৯/১২/২০১৪
সময় : ৮।৩০মি, ঢাকা