ওমা লাল পতাকার লালের মাঝে পূবাকাশে সূর্য হাসে,
ওমা গোলা বারুদ ধুলায় মিশে রক্ত রাঙা বিজয় আসে।
মা তোর চোখের জলের প্রতিদানে,
আসে মুক্ত হাসির স্বাধীনতা  সকল  প্রাণে,
ওমা পরাধীনতার শিকল ছিড়ে সোনার বাংলা দেশে


মা তোর ধান ছড়ানো সোনার দেশে
কোথাকার কোন বর্গী এসে ছদ্মবেশে
ধান চড়ু্ইয়ের বুকের ভেতর,
ছড়িয়ে দিল দুঃখের আতর,
মা তোর ভূই চাষারা তারে হটিয়ে দিল দূর দেশে।