মা তোর লক্ষ প্রাণের বিনিময়ে এনেছি স্বাধীনতা,
মা তোর লাল রাঙা ঠোঁট হাসির মত হাসছে পতাকা।
বল মা তুই খুশি কিনা?
বল মা তুই কান্না বিনা,
আদর স্নেহে কোলে তুলে ডাকবি মোরে আয় খোকা?        



কৃষ্ণচুড়ার শাখে শাখে সবুজ পাতার ফাঁকে
রক্ত রাঙা ফুল গুলো মা কেমন তাকিয়ে থাকে!
কেমন যেন আগুন জ্বেলে,
মাটির উপর পাপড়ি ফেলে,
বেয়নেটের খোঁচায় ঝরা রক্ত দাগের চিত্র এঁকে রাখে।