ধর্মাধর্ম-৩৫
জ্ঞান পিপাসায় নিমগ্ন
হে মহা বিজ্ঞানী
ধর্ম পথ ধরেছিলেন তাই
হয়েছিলেন বিজ্ঞ জ্ঞানী
বুঝলে মানব সমাজ, সন্যাসী ধ্যানে আর বিজ্ঞানী পার্থিব জ্ঞানে
সমস্ত জীবন দিয়ে সংসারের কল্যানই সাধনা করেন এই ধর্ম জানি।
ধর্মাধর্ম-৩৬
ধর্ম বলেছে (মাদক)
তামাক জাত দ্রব্য নিষিদ্ধ
বিজ্ঞানও তাই প্রমাণ করেছে
তামাকে জীবন স্তব্ধ
কিন্তু মানব সমাজ, মানলে কার কথা? না ধর্ম, না বিজ্ঞান
শক্তি তোমার এত, তবে বল কেন ধর্মান্ধ, বিজ্ঞান মন্দ?
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)