ধর্মাধর্ম-৩৩
বিজ্ঞানের যুগে বসবাস করে
ধর্মের কথা পাড়!
ধর্মটারে পেছনে ফেলে
বিজ্ঞানে প্রাসাদ গড়
কিন্তু মানব সমাজ, ধর্মটারে বাদ রেখে আজো
হয়নি কিছু সৃষ্টি, ভুলভ্রান্তি সবার মাঝে ধর্মটারে ধর।
ধর্মাধর্ম-৩৪
যেখানে বিজ্ঞানের পরাজয়
সেখানে ধর্মের উৎপত্তি,
ধর্মের মাঝেই মানুষ পেয়েছে
সততা আর সস্তি,
বুঝলে মানব সমাজ, ধর্ম বিনা মানব সংসার চলতে পারে না
শত যুক্তির মাঝে ও শুধুমাত্র ধর্মেরই অন্তরে আছে স্থীতি।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)