ধর্মাধর্ম-৩১
দুঃখ কেন পাও গো তোমরা
দুঃখ কে জয় করো
দুঃখ যদি আসে ধেয়ে
দুঃখটারেই শক্ত করে ধরো
দুঃখের পরে সুখ যে আসে এটাও বিশ্বাস করো
সুখের লাগি ওহে মানব দুঃখটারেই আষ্টেপৃষ্টে ধরো।

ধর্মাধর্ম-৩২
ব্যথার বেদন ভুলে গিয়ে
সুখের লাগাম ধর
নিত্য ব্যথা চিত্ত বৃথা
কেন ভেঙে পড়?
বুঝলে মানব সমাজ, আশার আলো জ্বেলে মনে দূরের
পথে চল, মনের মাঝে ব্যথা বিনা সুখ অনুভব কর।




(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)