-কৃষাণ ?
কি কথা বলবে ও কৃষাণী ?
-আজ আমি তোমার সাথে যাব
আমার সাথে! কোথায় ? ধান কাটতে ?
-হুম, নেবে না আমায় ?
তোমার ও রাঙা মুখ রোদে পুড়ে কালো হলে
আমার যে বড় কষ্ট হয়।
-আমি ও তোমার মত কালো কৃষাণী হতে চাই
ধুর বোকা। কৃষাণের বউ তো কৃষাণী হয়েই থাকে
তার জন্য মাঠে যাওয়ার তো দরকার নাই।
-না, আমি যাব। তুমি ধান কাটবে
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব।
তোমার আঁচলে আমার ঘাম মুছিয়ে দেবে?
-হ্যা, দেব-
ও কৃষাণ তোমার গামছাটা আমায় দিয়ে দেবে?
তোমার গামছার গন্ধটা আমায় পাগল করে,
দেখি কাস্তেটা দাও তো-
না, না দেখেছ কেমন চোখা কাস্তের আল
একবার বিধে গেলে অবস্থা বেহাল।
-কৃষাণ আমায় তুমি ভালবাস ?
দেখ, চড়ুই গুলো ধান খেয়ে গেল
-যাক না, কত আর খাবে
ওরা তো আমাদের ঘরের চালায় বাসা বাঁধবে।
ডিম পাড়বে, বাচ্চা হবে, সুখে থাকবে
আমাদের ও.....হা, হা, হা.....................
-এই দুষ্টু কৃষক, আমাকে একটু বুকে নেবে?
এই বেলা যাই, সময় যে যায়
সন্ধ্যায় ফিরে আবার গল্প হবে....
-যেও না হয় পরে, নলেন গুড়ে,
চিনিগুড়ার পায়েশ খেয়ে তবে।