ধর্মাধর্ম-২৭
দেখ কাটছে শীতের প্রহর
গায়ে জামা নেই তার
তোমাদের গায়ে বিড়ালের মত
নরম পশমের গরম চাদর
মানবতার জেদ তো কম দেখালে না রঙগ মঞ্চে
তবু তুমি করনি, করেছে শীত পথ শিশুদের আদর।
ধর্মাধর্ম-২৮
তোমাদের কত আয়োজন
আছে কত সংগঠন
মানবের তরে কত বিশ্লেষণ
কত গ্রন্থ লেখন পাঠন
কিন্তু মানব সমাজ, বলতো দেখি মানবের মাঝে
শান্তির বাণী কি ? দুঃখ জ্বরাজীর্ণতা কি দূর হল এখন?
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)