ধর্মাধর্ম-২৫
পাও না কি তোমরা
অভিশাপের ভয়?
এক অভিশাপের বলে
সম্পূর্ণ জীবন ক্ষয়,
ওগো মানব, কারো মনে দুঃখ দিলে
নিজেকে ও সে দুঃখের ভাগি হতে হয়।
ধর্মাধর্ম-২৬
দিবানিশি কি ভাব তোমরা
পথ চল কি প্রকারে?
হৃদয়ের মাঝে লয়, ক্ষয় আর
পালন কর ধ্বংসটারে,
হে মানব সমাজ, ভাঙতে সবাই পারে সহজে
বল স্থীর চিত্তে, চিন্তা করে গড়তে ক’জন পারে?
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)