ধর্মাধর্ম-২১
জীবন বড় মহীয়ান
ত্যাগের মহিমায়
ত্যাগের ধর্মে জীবন কাটাও
শুদ্ধ চিত্তে, নিত্য সাধনায়,
কিন্তু মানব সমাজ, ত্যগের পরিবর্তে আমরা ভোগে বিশ্বাসী
ভোগ বিলাসে জীবন মোদের আসলে সুখ মেলে কোথায় ?

ধর্মাধর্ম-২২
ধর্ম সকল সত্য কিনা
বলতে পারি না,
সকল ধর্মে সত্য আছে
নয়ত ছলনা,
বুঝলে মানব সমাজ, সত্য বিনা জীবন অসাড়
অসত্যে উশ্রী জীবন শুদ্ধ পথে চলতে পারেনা।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)