ধর্মাধর্ম-১৯
রূপ দেখে তুই করিসনেরে
গুনের বিচার,
ভাল করে চেয়ে দেখ তার
যোগ্যতা, আচার
রূপ বিচারে সুখ পাবি না সুখ তো পাবি গুনে
গুনে উৎকৃষ্ট-নিকৃষ্ট, পাবি সত্য রূপের বাহার।

ধর্মাধর্ম-২০
কাঁদলে চোখে জল ঝরে
ভিজে হৃদয়টা,
মায়া হাসি, মায়া কান্না
হরে হৃদয়টা,
বুঝলে মানব সমাজ, এ যে বড় আজব সংসার
মায়ায় ভুলে হারায় সবই শেষে কাঁদে বোকাটা।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)