কালো পিচে চিকচিকে রৌদ্র জলের জলজ্বলে মরীচিকা
অন্তর মাঝে তেমন আটকে থাকে জীবন সুখের মরীচিকা
হৃদয় শুধু অনুভবে সদা ভাবে সুখ সুখ
ধরতে গেলে ধরা দেয়না সুদূরের সুখ
এই ভাবি সুখে আছি এই সুখ অনুভবে শুধু হাসা হাসি
কারণ খুঁজতে গিয়ে দেখি সুখ জীবনে নয় কোন হাসি
সুখ খুঁজে পেতে সদা মন তো চঞ্চল
দুঃখের ব্যথা অনুভবে কাঁদে চঞ্চল
দু’চোখে ভাসে দেখি সুখের বাল্মীক শক্ত মাটির ঢিবি
দু’ফোঁটা বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয় সে সুখের ঢিবি
সুখের লাগি শুধু দুঃখে বেঁচে থাকি
তবু সুখ ভুলি না তো খুঁজতে থাকি
এক নদী দুই তীর এপারে সাদা মাটি ও পারে সবুজ মরীচিকা
এক নদী জল ভাঙি তবু বুঝেনা তো মন সুখ জীবনের মরীচিকা