পুতুল খেলার ছলে চলে যেন জীবনের খেলা
খেলা শেষে পড়ে থাকে শুধু অবহেলা
চোখে কাজল, নাক ফুল, মাথা ভরা কালো চুল
মা য়ের হাতে গড়া কাদা মাটির সাদা পুতুল
শিশুরা সাজায় তারে মনের মত করে রঙে রঙে
নতুন পোশাকে, নরম কাঁথার বিছানায়, নানা ঢঙে
শুরু হয় আয়োজন আছে নানা প্রয়োজন
পাড়া প্রতিবেশি হয় কোন কোন জন।
কেউ হয় বাবা, আবার কেউ হয় মা
চলে সংসারে ঝগড়াঝাটি, হাসি, কান্না
কেউ হয় শিক্ষক, কেউ হয় ছাত্র
কেউ সাজে বর-বধূ , আবার কেউ অপাত্র।
কেউ সাজে রোগী আবার কেউ সাজে ডাক্তার
কেউ সাজে চোর আর কেউ করে বিজ্ঞের মত বিচার
একপাশে বড় ঘর অন্য পাশে রান্না, ঐটা ঠাকুর ঘর-
এই পাশে ঠাম্মা ঘুমায়, পাশের বিছানাটা নাতনীর
এখানে বাসন কোসন রাখা, ওখানে দুধের হাড়ি
সোনা মনি জেগে উঠে তন্ময় করে দেবে সকল বাড়ী
চলে পৌষ পার্বন পিঠেপুলি উৎসবের আয়োজন
জীবন খেলা ঘরে কত কিছুরই প্রয়োজন
শিশুদের খেলাচ্ছলে খেলিছেন পরমেশ্বর জীবন পুতুল খেলা
শিশুর ইচ্ছার মত ভেঙে যায় সময়ে অসময়ে সে পুতুল খেলা
পড়ে থাকে ছড়ানো ছিটানো বিছানা, আড়ষ্ট পুতুল দল
জীবন ভর চলে এই খেলা শুধুই ভাঙা আর গড়ার ছল
জীবনের এই খেলা ঘরে সাজানো কত খেলা ঘর
মিছেমিছি মায়ার বাঁধন, ছিন্ন করে সবই তো হয় পর।