ধর্মাধর্ম-১৩
অহংকার পতনের মূল,
ভেবো না তুমি যা করছ
হচ্ছে সবই ঠিক,
কাটায় কাটায় নির্ভুল।
বুঝলে মানব সমাজ, অহংকারের দর্প যেদিন ভাংবে
তোমার সামনে, সেদিন ধুলোর মত উড়বে তোমার চুল।

ধর্মাধর্ম-১৪
অহং বোধে জন্ম তোমার
আত্ম অহমিকা,
কৃত কর্ম ভাল তোমার
দৃষ্টি যে বাঁকা,
বন্ধু বলি এখন শুনো এমন একটা কথা,
অহমিকার ছলা কলা করবে তোমায় একা।