(প্রত্যেক পাঠক কবির জন্য উন্মুক্ত মন্তব্য; যার মনে যত ভালবাসার অনুভূতি আছে সব মাধুর্য মিশিয়ে কবিতাটির মূল্যায়ন করবেন)।
******************************************

ঃ আমাকে একটা কাশ ফুল এনে দেবে ?
- এই হেমন্ত দিনে কাশ ফুল কেন নেবে ?
ঃ কাশ ফুল যে আমার ভাল লাগে
- আচ্ছা... তোমার গায়ে কি ঠান্ডা লাগে ?
ঃ ঠান্ডা কেন ?
- যদি লাগে একটা চাদর কিনো।
ঃ না, আমার কাশ ফুল চাই, তাই এনে দাও
- কাশ ফুল কোথায় পাবো, বরং হেমন্তে পাকা ধানশিষ নাও।
ঃ আচ্ছা, তুমি কি কৃষকের ছেলে ?
- কেন ? ভুল হল নাকি প্রেম হল বলে!
ঃ শিমুল......
- আচ্ছা, আচ্ছা মেরো না, একটু করলামই ভুল
ঃ আমি জলে হাত ভেজাব
- দাঁড়াও না, তোমাকে একটা কলমী ফুল এনে দেব।
ঃ দেখ কত সুন্দর ঐ লাল শাপলাটা ওটাও এনো
- আমার হাতটা ধরো, আমি বল্লেই আমাকে উপরে টেনো
ঃ যদি পড়ে যাই ?
- মরে তো যাব না, ভিজবো দুজনায়।
ঃ ইস! কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে

- এ হল প্রেমের হিমেল হাওয়া কথা কইছে।
হেমন্তের এ মাঠ ভরা সবুজ সোনালী ফসল
তোমাকে ছুঁয়ে দেবে বলে কাছে ডাকছে,
দেখ শিশির কণায় ভেজা ঠোঁট যেন হাসছে,
দেখ ফিঙেটা বার বার উড়ে ফিরে আসছে
শালিকের ঘাড়ে দেখ কুয়াশারা ভাসছে।

ঃ দেখ সিঁদুর রাঙা আকাশে
লাল সূর্যটা যেন কপালের টিপ হয়ে আকাশের গায়ে মিশছে।

- দেখ তোমার হাতের বাঁধনে আমার হাতটি কেমন
বাঁধা পড়ে আছে, বল কতটা ভালবাস আমাকে।

ঃ শিমুল…, আমি ফুল চাইনা, চাই তোমাকে
সত্যি আমার হিম লাগছে,
দয়া করে উষ্ণ কর তোমার বুকে জড়িয়ে আমাকে।
শুধু বল, ভালবাসি ভালবাসি তোমাকে।

- হৈম...., প্লিজ.... হৈম.......,
চোখের জল মুছে ফেল, হৈমন্তী....
আমি সত্যি তোমাকে বড় ভালবাসি।
এ নয় মোর ছলনা বা ভ্রান্তি।
********************************
(বুকের আলিঙ্গনে, ওষ্ঠাধরের চুম্বনে
মিলিয়ে গেল হেমন্তের এক সন্ধ্যা মনে মনে।)
*********************************