তুমি চিন্তা চেতনায় উৎকৃষ্ট জীবন,
আমার ভাসা ভাসা আবেগের স্মরণ।
তোমার জীবন বোধে গভীরতম অনুভুতি,
আমার এক জীবন, এক মরণ এই-ই শ্রুতি।
তোমার বিজ্ঞ জ্ঞানের অভিজ্ঞতা,
আমার জ্ঞান হীন দুর্বলতা।
তুমি মৃত্তিকার মাঝে মুক্তো খোঁজো,
আমি করি ধূলি কণা, বালু কণার পুজো।
তুমি অন্তর দিয়ে স্পর্শ কর, অন্তর দিয়ে অনুভব,
মস্তিস্কে তোমার শুদ্ধ চিন্তার প্রভাব।
আমি অনুভুতিহীন বৃষ্টি জলে ভেজা কাক
অথবা উড়ো সাদা বক,
তোমাতে আমি মুগ্ধ, আপ্লুত.....নির্বাক।