ধর্মাধর্ম-৯
আপদকালিন ধর্ম সেটা
প্রাণ রক্ষার্থে
ব্যসদেব রচেছিলেন
ধর্ম প্রতিষ্ঠার্থে
কিন্তু মানব সমাজ, আমরা করছি কি?
আপদ ধর্মের যুক্তি তুলি যথেচ্ছার্থে।

ধর্মাধর্ম-১০
বহিরাঙ্গে সাধু সাজবে না
অন্তরে হও সাধু,
ধর্মেরই পথ ধর সদা
হঠাও মায়াবী যাদু,
কিন্তু মানব সমাজ, আমরা করি কি ?
বেশভুসাতে ভীষণ খাসা মুখেতে মধু।