ধর্মাধর্ম-৭
কুরু ক্ষেত্রের যুদ্ধ কিন্তু
ছলের দ্বারা হয়,
ছল চাতুরি ছিল কিন্তু
ধর্ম স্থাপনায়,
কিন্তু মানব সমাজ, চলছে সমাজে কি!!
ছল তো এখন কৃপাচার্য মানব ঠকানোর উপায়।
ধর্মাধর্ম-৮
মৌন থাকা শ্রেয় বুঝি
ধর্মের রক্ষায়,
ক্রোধ শুধু দিকে দিকে
সংঘর্ষই বাড়ায়
আমরা জানি সকল সমাজ উপায় খুঁজি কি ?
একে অন্যের ক্রোধ কমাই হত্যা, খুনের দ্বারায়।