ধর্মাধর্ম-৫
সীতার ধর্ম ছিল সদা
সীতার সতীত্বে,
প্রমাণ করে দিলেন তিনি
অগ্নি পরীক্ষাতে।
হায়রে মানব সমাজ, এ সমাজের সীতারা আজ
চলছে কোন পথে,কি প্রমাণ দিচ্ছে তারা দিনেও রাতে!!

ধর্মাধর্ম-৬
দ্রৌপদীর পঞ্চ স্বামী
পঞ্চ দেবতা,
শুনলে মুখে হাস্য লাগে
এমনই কথা।
কিন্তু মানব সমাজ, আমরা কখনো কি,
পরিস্থিতির বিচার করে পথটি চলেছি ?