ধর্মাধর্ম-৩
কু-চক্রী শকুনি কু-চক্র হাতে
বাঁধার বিন্দা পাহাড় গড়ে অধর্ম স্থাপনে
শ্রীকৃষ্ণ দারুণ হাসেন সুদর্শন চক্র হাতে
ছিল পরিকল্পনা ধর্ম সংরক্ষণে
কিন্তু মানব সমাজ, আমাদের হল কি,
ধর্মাধর্ম ত্যাগি মোরা কিসের বিবরণে?

ধর্মাধর্ম-৪
ভীষ্ম যখন কথা দিলেন
হল ভীষ্মের প্রতিজ্ঞা,
রাজ মুকুট পরিহারে পালন করেন
মহারাজের আজ্ঞা,
কিন্তু মানব সমাজ, আমরা যারে কথা দেই,
ভুলে প্রতিজ্ঞা, অকাতরে তারেই করি অবজ্ঞা।