চলো দূর চলে যাই,
চলো দু’জনে হারাই,
যেখানে কোন জনমানব নাই।
চলো দু’টি হাত ধরে, অচেনা নদীর তীরে
নীল দিগন্তে যার সীমানা নাই, চলে যাই।
চলো অভিসারে,
চলে যাই অতি দূরে,
বহু দূরে মিশে যাই দক্ষিণা সমীরে।
চলো নতুন করে রচি, কোন অজানাতে বাঁচি
হাঁটি দু’জনা মহাকালের পথ ধরে, চিরতরে।