আমি দূর পাল্লায় ছুটে গিয়েছিলাম
তাই প্রিয়ারে আমার হয়নিকো দেখা
ভুলি নাই তারে সে যে মোর প্রিয় সখা
আমি ভুলি নাই তারে প্রিয় সেই নাম
কাল, সিন্ধু, মেরু সবই তো দেখিলাম
কাছের প্রিয়ারে ফেলে হয়নিত দেখা
অপূর্ণ রয়েছে জীবনের সীমা রেখা
হায়; এত দিনে আমি কি খুঁজে পেলাম?
কৃত্রিম জনস্রোতে আমি যে দিশেহারা
কালের গ্রাসিতায় হায়রে আমি অন্ধ
কালের বিষাক্ততায় আমি সর্বহারা
সম্মুখে চলার পথ আজি ওগো বন্ধ
প্রিয়ারে এমন ফিরে পেতে পাগলপারা
চাই না যে আমি বিমর্ষতার সম্মন্ধ।