চিত্তে আমার স্বপ্ন তোমার বাঁধা আছে হয়ে আত্মা,
শক্তি তুমি, মুক্তি তুমি, মহা তুমি জন্মদাতা পিতা।
তোমার স্মরণে রচি চরণে আমার নিত্য পথ যাত্রা,
বিপদে তুমি, আপদে তুমি এই জীবন পথের ত্রাতা।
গুরু তুমি, বন্ধু তুমি আমার প্রাণ সঞ্চারের দেবতা,
বিশ্ব মাঝারে বিশ্বাসী তুমি যে পরমেশ্বর মহান পিতা।
তোমার ভেতরের অগ্নি শিখাতে আমার পরম জন্ম,
বিশ্ব সংসারে আপন করে শিখিয়েছ সত্যে চলার ধর্ম।
তোমার বুকে খেলেছি আমি ফেলেছি কতনা যাতনা
পরম স্নেহে মেখেছ দেহেতে পেয়েছ আত্মার শান্তনা।
কত হেলা ফেলা, কত অবহেলা ছুড়েছি তোমার তরে
সয়েছ সবই,ভালবাসার কবি বুকেতে জড়িয়ে আমারে।
পিতা তুমি,পুত্র আমি ক্ষমা করো মোর শত অপরাধ
বিদায় আগে দিও মোরে তোমার কোলেতে ঘুমের সাধ।