ভেবেছিলাম পুত্র সন্তান হবে এবার
কিন্তু কালের কোল জুড়ে জন্ম নিল কন্যা,
কন্যা কালো, কালিমা তা ঠিক নয়-
তবু সবার আশা পুত্র সন্তানই চাই,
তাই কিছু আশাহত।

তবু তার মুখ চেয়ে উৎসাহে জন্মনিল উদ্দীপনা
বুকে জড়িয়ে মানুষ করতে থাকলাম প্রাণপণে
                                     প্রাণে প্রাণে।
                                     এযে আমার সান্তনা
                                     প্রাণ প্রিয় কন্যা।


{কন্যার প্রতি আমার এ অনুভুতি কবি পাঠকেরা কেমনভাবে গ্রহন করবেন জানিনা। তবে কন্যার প্রতি স্নেহ, ভালবাসা প্রদর্শন করা আমাদের প্রত্যেকেরই আবশ্যক}।