চলছে তো বেশ নাটক ফাটক সেলফি নিয়ে
নিজের ছবি তুলছে লোকে মোবাইল দিয়ে।
বিশ্বব্যাপি হই চই তো এটাই নিয়ে।
কেউ কেউ তো বলছে হেসে সেলফিটা কি?
ফেসবুকেতে চলছে যার ভক্তি অতি,
এটাও বুঝি নতুন কোন প্রযুক্তি?
নিজের ছবি নিজেই যখন তুলছি আমি
তখন এটি হচ্ছে একটি সেলফি ছবি
এটাই হল সেলফি এবার বুঝলে তুমি?
শুনছতো ভাই “নাসা”র কান্ড সেলফি নিয়ে,
করছে তৈরি বিশ্বচিত্র সেলফি দিয়ে,
ভাবেনি তো কেউ আগে এটি নিয়ে।
সেলফি নিয়ে বিশ্বনাকি ভুগছে রোগে
এটার জন্য বৌটা নাকি ফুলছে রাগে
ফেসবুকেতে বসলে তার সেলফি লাগে।
নিজেই এখন তুলছে লোকে নিজের ছবি,
এটাই এখন অনেকেরই প্রিয় হবি,
কেউ কেউ তো হয়ে যাচ্ছে সেলফি কবি।
কাম ক্যামেরায় বন্দি এখন সেলফি হয়ে,
নগ্ন ছবি প্রাকাশ লজ্জা যাচ্ছে ক্ষয়ে,
নিজেই এখন নিজের সাথে নিচ্ছে সয়ে।
ভালর কিছু দিক ও কিন্তু থাকছে সাথে
পিতা পুত্র তুলছে ছবি একই সাথে
হচ্ছে মজা ছবি তোলা নিজের হাতে।